চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরাই দেশের রাজনীতির চাকা ঘুরিয়েছো। গণতন্ত্রের পথ সুগম করেছো। এবার পড়াশোনায় মনোযোগ দাও। তোমরাই একদিন দেশ ছাড়িয়ে বিশ্ব অর্থনীতির চাকা ঘোরাতে সক্ষম হবে।
রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলরুমে বিজনেস ফ্যাকাল্টির ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং অতিথিদের রিসিপশন প্রোগ্রামে দিনভর আলোচনাকালে বক্তাগণ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি একাডেমিক প্রফেসর ড. শামীম উদ্দিন খান।ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেছারুল করিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- একই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. ইসমাত আরা হক।
এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর এস এম নসরুল কাদির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মো. হায়দার আরিফ, ফিন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সালেহ জহুর, একই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের উপদেষ্টা প্রফেসর ড. হাসমত আলী। এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- ইউনুস আহমদ অন্তর ও উম্মেহ তাহাসিন (ওয়ারিসা)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন