৭ অক্টোবর, ২০২৪ ০১:৫৮
বৈষম্যবিরোধী আন্দোলন

গুলিবিদ্ধ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবদেক

গুলিবিদ্ধ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জবি উপাচার্য। 

চিকিৎসার প্রসঙ্গে উপাচার্য বলেন, অনিকের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। যে-কোনো প্রয়োজনে আমরা পাশে থেকে সব ধরনের সহযোগিতা করব। এছাড়াও একাডেমিক বিষয়ে অনিকের যা দরকার তাই করা হবে। 

উপাচার্য আরও বলেন, অনিক একজন আহত যোদ্ধা। আমরা তার ত্যাগের যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য সবসময় পাশে থাকব। এ ত্যাগের জন্য আজ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। অনিকের চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় খোঁজ-খবর নিচ্ছে।

এসময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন ও ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক রিফাত হাসান। 

উল্লেখ্য, অনিক দাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ শিক্ষার্থী। গত ১৬ জুলাই মিছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হন। গুলিতে তার খাদ্যনালীসহ পেটের দগুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় । বর্তমানে অনিক দাশের পিজি হাসপাতালে উন্নত চিকিৎসা চলছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর