৭ অক্টোবর, ২০২৪ ১৭:২৮

আবরার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মৌন মিছিল

অনলাইন ডেস্ক

আবরার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মৌন মিছিল

ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলাভবন ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে এক মিনিট নিরবতা পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল করে সংগঠনটি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মৌন মিছিল শেষে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের প্রতি তার আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর