৭ অক্টোবর, ২০২৪ ১৯:০৪

রাবিতে ছাত্রদলের স্মরণসভা ও মৌন মিছিল

রাবি প্রতিনিধি

রাবিতে ছাত্রদলের স্মরণসভা ও মৌন মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস দাবি এবং শহীদ আবরার ফাহাদের স্মরণে সভা ও মৌন মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা শেষে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। 

সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশের পক্ষে কথা বলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করে। সেই নির্মম গণহত্যাকাণ্ডে আজ পাঁচ বছর পূর্ণ হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে তার মত্যুবার্ষিকী স্মরণ করছি। শুধু ফাহাদ নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত। আগামীর ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের। এই ক্যাম্পাস নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রাণ কেন্দ্র হয়ে উঠবে। শাখা ছাত্রদল শিক্ষার্থীদের সকল যৌক্তিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের এবং আহ্বায়ক সদস্য ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর