জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
ষষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মৃত্যুঞ্জয় বসু এবং সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের তামান্না সুলতানা মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক মো. রইছ উদ্দীন বক্তব্য রাখেন। শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাসের সঞ্চালনায় এবং ক্রীড়া উপ-কমিটির আহবায়ক অধ্যাপক মো. আরিফউল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল