রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে গড় উপস্থিতি ৮৮ শতাংশ। পরীক্ষায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
শনিবার বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের সমন্বয়ক কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে প্রথম শিফটে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১৩১ জন, অনুপস্থিত ১ হাজার ৬৬১ জন ও উপস্থিতির হার ৮৮.২৫ শতাংশ। দ্বিতীয় শিফটে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১৮৫, অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬০৭ ও উপস্থিতির হার ৮৮.৬৭। গড় উপস্থিতির হার ৮৮.৪৬ শতাংশ। পরীক্ষার ফলাফল এই সপ্তাহেই প্রকাশের কথা জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত