অস্থায়ী আবাসন সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে কাঁথা বালিশ নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিউটের শিক্ষার্থী শের আলী। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করছেন তিনি।
সরেজমিন ঘুরে দেখা যায়, এই শিক্ষার্থী নিজ বাসা থেকে কাঁথা বালিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে শুয়ে পড়েন। একইসাথে তার সঙ্গে একাগ্রতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষা সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অবস্থান নেয়।
তিন দফা দাবিগুলো হলো-
১. ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
২. এক সপ্তাহের মধ্যে দুইটা হলের কাজ শুরু করতে হবে এবং এক বছরের মধ্যেই শেষ করতে হবে (বানী ভবন ও হাবিবুর রহমান হল)।
৩. এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
তিন দফা দাবির বিষয়ে শের আলী বলেন, হল নাই, খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই গ্যাস নাই। এতো কিছু নাই এর মধ্যে কোথায় যাবো আমি। এইজন্য আমি কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান কর্মসূচিতে বসেছি।
এই শিক্ষার্থী আরও বলেন, আজ রাতে আমি এখানেই থাকবো। আমার সাথে কেউ থাকুক কিংবা না থাকুক আমি একাই তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি। আমার তিন দফা দাবির কোনো দৃশ্যমান কিছু না হলে আমি এখানে এভাবেই অবস্থান করবো।
বিডি প্রতিদিন/আরাফাত