আবাসন সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনকে অস্থায়ী হল ঘোষণা করে কাঁথা বালিশ নিয়ে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।
রবিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে কাঁথা বালিশ, বই, ব্যাগ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিন দফা দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নহিন জামান বলেন, 'আমাদের হল নেই, থাকার জায়গা নেই মেসে খালা নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, পানি নেই। এজন্য আমরা রফিক ভবনকে হল হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়ে এখানে অবস্থান নিয়েছি। তবে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন কিংবা বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ ভাবে ক্যাম্পাসে রাতদিন অবস্থান করব।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এখনো সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারেনি। এছাড়াও আমাদের প্রক্টরসহ অনেকে বলেছেন ৭০% আবাসন ভাতাসহ অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে। কিন্তু প্রায় আট মাস পার হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই আবাসনের বিষয়ে।
শিক্ষার্থীর আরও বলেন, আমরা দিনের বেলায় যথা সময়ে ক্লাস-পরীক্ষা অংশগ্রহণ করব এবং যাবতীয় কাজ সেরে রাতের বেলায় রফিক ভবনেই রাত্রি যাপন করব আপাতত। যতদিন পর্যন্ত আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা এখানেই কাঁথা বালিশ নিয়ে অবস্থান করব।
অবস্থান নেওয়া ছয় শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আল মামুন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষাবিজ্ঞান ইনস্টিটিউটের শের আলী, ২০২১-২২ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মো. জিহাদ ও ইতিহাস বিভাগের নহিন জামান, ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের তামাসুল ইসলাম সোহান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের তাওহিদুল ইসলাম।
তিন দফা দাবিগুলো হলো—
১. ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
২. এক সপ্তাহের মধ্যে দুইটা হলের কাজ শুরু করতে হবে এবং এক বছরের মধ্যেই শেষ করতে হবে (বানী ভবন ও হাবিবুর রহমান হল)।
৩. এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
তিন দফা দাবির বিষয়ে শের আলী বলেন, হল নাই, খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই গ্যাস নাই। এত কিছু নাই এর মধ্যে কোথায় যাব আমি। এইজন্য আমি কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান কর্মসূচিতে বসেছি।
এই শিক্ষার্থী আরও বলেন, আজ রাতে আমি এখানেই থাকবো। আমার সাথে কেউ থাকুক কিংবা না থাকুক আমি একাই তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে আছি। আমার তিন দফা দাবির কোনো দৃশ্যমান কিছু না হলে আমি এখানে এভাবেই অবস্থান করব।
বিডি প্রতিদিন/নাজমুল