শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

এক নজরে

১. মাড ফেস্টিভাল (কাদা ছোড়াছুড়ি) কোন দেশের একটি ঐতিহ্যবাহী উৎসব?

উত্তর : দক্ষিণ কোরিয়া।

২. আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয় কবে?

উত্তর : ২৯ জুলাই।

৩. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তর : টনি অ্যাবোট।

৪. লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তর : আলি জেইদান।

৫. ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিবিষয়ক দফতরের প্রধান কে?

উত্তর : ক্যাথরিন অ্যাস্টন।

৬. বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানকারী কে?

উত্তর : মুশফিকুর রহিম। রান সংখ্যা ২০০।

৭. সম্প্রতি ভারতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম কি?

উত্তর : পাইলিন।

৮. 'অ্যামিকাস কিউরি' শব্দগুচ্ছের অর্থ কি?

উত্তর : আদালতের আইনি সহায়তাকারী

৯. এ বছর ফিফা কনফেডারেশন্স কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : ব্রাজিলে

১০. ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপে কয়টি দেশ অংশগ্রহণ করে?

উত্তর : ৮টি।

১১. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?

উত্তর : ৫ জুন। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল   Think. Eat. Save.

১২. বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?

উত্তর : অষ্টম

 

 

সর্বশেষ খবর