শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

সাধারণ জ্ঞান প্রশ্নাবলী

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- মো. রাসেল মলি্লক

সাধারণ জ্ঞান প্রশ্নাবলী

৩৯. "অসমাপ্ত আত্দজীবনী" কার আত্দজীবনী?

ক. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খ. হিটলার

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. বারাক ওবামা

৪০. বাংলা একাডেমি বিল কত তারিখে জাতীয় সংসদে পাস হয়?

ক. ১৪ ই সেপ্টেম্বর ২০১৩ খ. ১৫ ই সেপ্টেম্বর ২০১৩

গ. ১৬ ই সেপ্টেম্বর ২০১৩ ঘ. ১৭ ই সেপ্টেম্বর ২০১৩

৪১. বাংলাদেশের একমাত্র খেতাব প্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধার নাম কি?

ক.ইউকে চীং খ. বাইচুং গ. মনজ খেই ঘ. শাংত লারমা

৪২. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

ক. পোল্যান্ড খ. ইতালি গ. ফ্রান্স ঘ. স্পেন

৪৩. অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন?

ক. স্যার জন হার্বার্ট খ. এন্ডারসন

গ. স্যার এফ বারোজ ঘ. আর জি কেসি

৪৪. বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কি?

ক. বেগম রোকেয়া খ. চন্দ্রাবতী গ. আশাপূর্ণা দেবী ঘ. কুসুম কুমারী

৪৫. বাংলাদেশে প্রথম মুদ্রাচালু হয় কত সালে?

ক. ২৬ ডিসেম্বর ১৯৭১ খ. ১ লা জানুয়ারী ১৯৭২

গ. ৪ ঠা মার্চ ১৯৭২ ঘ. ১লা জুন ১৯৭২

৪৬. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে_

ক. জামালগঞ্জে খ. রংপুরে গ. জকিগঞ্জে ঘ. কুমিল্লায়

৪৭. বাঙ্গালী ও যমুনা নদীর মিলিত স্থান কোথায়?

ক. রাজশাহী খ. বগুড়া গ. সিরাজগঞ্জ ঘ. পাবনা

৪৮. বাংলাদেশে মোট মন্ত্রণালয় (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

কার্যালয়সহ) কয়টি?

ক. ৪০ টি খ. ৪১ টি গ. ৪২ টি ঘ. ৪৩ টি

৪৯. ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?

ক. আরেক ফাল্গুন খ. ভাষা আমার মা

গ. কালিন্দী ঘ. প্রভাতের ডাক

৫০. 'তারুয়া' সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?

ক. কঙ্বাজারে খ. ভোলায় গ. পটুয়াখালীতে ঘ. টেকনাফে

৫১. মিসরের প্রদেশ সংখ্যা কতটি?

ক. ২৫ টি খ. ২৬ টি গ. ২৭ টি ঘ. ২৮ টি

৫২. "দামেস্ক" কোন দেশ রাজধানী?

ক. বেলারুশ খ. মিশর গ. কাতার ঘ. সিরিয়া

৫৩. ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?

ক. বিধানসভা খ. লোকসভা গ. রাজ্যসভা ঘ. জনসভা

৫৪. ড্রোন কি?

ক. অতি দ্রুত বিমান খ. চালকবিহীন বিমান

গ. যাত্রীবাহী বিমান ঘ. মালবাহী বিমান

৫৫. মিনস্ক কোন দেশের বিমানবন্দর?

ক. বেলারুশ খ. মিসর গ. কাতার ঘ. সিরিয়া

৫৬. আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?

ক. চীন খ. আমেরিকা গ. কানাডা ঘ. ভারত

৫৭. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

ক. জার্মানী খ. পর্তুগাল গ. যুক্তরাজ্য ঘ. যুক্তরাষ্ট্র

 

উত্তরমালা : ৩৯.গ ৪০.খ ৪১.ক ৪২.ক ৪৩.গ ৪৪.খ ৪৫.গ ৪৬.ক ৪৭.

খ ৪৮.গ ৪৯.ক ৫০.খ ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.খ ৫৫.ক ৫৬.গ ৫৭.গ।

 

 

সর্বশেষ খবর