শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

বিদেশি ক্যাম্পাস

টরেন্টো ইউনিভার্সিটি

বিদেশি ক্যাম্পাস

 

কানাডার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব টরেন্টো উত্তর আমেরিকা তথা সারা বিশ্বের উচ্চশিক্ষার ক্ষেত্রে এ প্রতিষ্ঠান সুপরিচিত। ১৮২৭ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি উদ্ভাবনীমূলক গবেষণা এবং উন্নত শিক্ষাদান পদ্ধতির জন্য সমাদৃত। শুধু গবেষণার জন্য বার্ষিক বাজেট এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। ইউনিভার্সিটি অব টরেন্টো আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠায় অঙ্গীকারাবদ্ধ। বিশ্বের অন্যতম সেরা এ বিশ্ববিদ্যালয়টির বর্তমান প্রেসিডেন্ট ডেভিড নেইলর। মোট তিনটি ক্যাম্পাস রয়েছে- টরেন্টো, মিসিশাগুয়া এবং স্কাইবোরো। বিশ্বের ৮২ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। শুধু আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ৭০০ এরও বেশি প্রোগ্রাম রয়েছে। এছাড়াও গ্র্যাজুয়েট লেভেলে ২১৫ ও প্রফেশনাল লেভেলে ৬৩টি প্রোগ্রাম রয়েছে। সাধারণত এপ্রিল থেকেই শুরু হয় পরবর্তী বছরের ভর্তি কার্যক্রম।

তবে টিউশন ফি প্রদান করতে হয় মে থেকে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যবিজ্ঞান, ফার্মেসি, মেডিসিন, নার্সিং, বনবিদ্যা, কলা ও মানবিক, সংগীত, সমাজকল্যাণ, আইন, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ও ডক্টরেট করার সুযোগ রয়েছে। পড়াশোনার খরচের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৪০০ স্কলারশিপ ও ৩৫০ অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। এছাড়াও খণ্ডকালীন চাকরির সুযোগ তো বয়েছেই। এ জন্য ৬০ শতাংশ পর্যন্ত কোর্স কম নেওয়া যাবে। পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার, গেমস, সাংস্কৃতিক নির্ভর বিভিন্ন সংগঠন বা ক্লাবে যোগদানের মাধ্যমে নিজেকে শাণিত ও অনুপ্রাণিত করার অনন্য সুযোগ এনে দেবে সুনামধন্য টরেন্টো ইউনিভার্সিটি।

*ইন্টারনেট অবলম্বনে মো: নাজমুল হুদা

 

 

সর্বশেষ খবর