শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও দশম জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকতা-কর্মচারী ফোরাম। আজ শনিবার ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সেনাবাহিনী ও যৌথবাহিনী কর্তব্যরত থাকার পরও সংখ্যলঘুদের বাড়ি ঘরে লুটপাট ভাঙচুর হচ্ছে। সরকারী দলের লোকজনই সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা করছে। নির্বাচনে দশ শতাংশের ও কম মানুষ ভোট দিয়েছে।

সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে লুটপাট আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছেন দাবি করে অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল বলেন, অতিদ্রুত লুটপাট ও হামলাকারীদের বিচার করতে হবে। দশম জাতীয় নির্বাচন তামাশার নির্বাচন যেখানে জনগণের সমর্থন নেই। এ নির্বাচন বাতিল করার দাবিও জানান তিনি।

মানববন্ধনে অফিসার সমিতির সাবেক সভাপতি আয়নাল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম সেলিম, ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছানসহ প্রায় শতাধিক শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর