শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

যেভাবে কাটে বুয়েটিয়ানদের দিন

যেভাবে কাটে বুয়েটিয়ানদের দিন

অবসরে চলে আড্ডা

বুয়েটে যারা পড়ে তাদের বলা হয় বুয়েটিয়ান। সাধারণত তাদের জীবন-যাপন অন্য ছাত্রদের থেকে আলাদা। ক্লাসের অবসরে চলে আড্ডা-গল্প-বিজ্ঞান চর্চা প্রভৃতি। ক্লাস শেষ করে বিকালে বেশিরভাগ শিক্ষার্থী টিউশনিতে যায়...

বুয়েটে যারা পড়ে তাদের বলা হয় বুয়েটিয়ান। সাধারণত তাদের জীবন- যাপন অন্য ছাত্রদের থেকে আলাদা। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ও শেরেবাংলা হলের বুয়েটিয়ান আলাউদ্দিন জানান, সকালে ঘুম থেকে ওঠে শিক্ষার্থীরা ক্লাস করতে যায়। ক্লাসের অবসরে চলে আড্ডা-গল্প-বিজ্ঞান চর্চা প্রভৃতি। যাদের ক্লাস থাকে না তারা কম্পিউটারে গেমস খেলে বা জিআরই বা ক্লাসের পড়ালেখা করে। ক্লাস শেষ করে বিকালে বেশিরভাগ শিক্ষার্থী টিউশনিতে যায়। তার মতে, হলে অবস্থানরত ৭০-৮০ ভাগ শিক্ষার্থী টিউশনি করায় যাদের মাসিক আয় সর্বনিম্ন ১০-১৫ হাজার টাকা। তারা টিউশনি শেষে হলে ফিরে পড়াশোনা করে। পড়া শেষে রাতের খাাবার খেতে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে যায়। তবে বেশিরভাগ শিক্ষার্থীই পুরান ঢাকার বিভিন্ন হোটেলে রাতের খাবার খায়। এরপর তারা গভীর রাত পর্যন্ত পলাশীতে আড্ডা দিয়ে ঘুমায়।

 

সর্বশেষ খবর