শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

ক্যারিয়ার গাইড

আজকাল অধিকাংশ কোম্পানিতেই স্পেশালিস্টদের জয়জয়কার। স্পেশালিস্ট হলো কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনকারী ব্যক্তি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি হয়তো একাউন্টিং বিষয়ে পড়াশোনা করছেন। একাউন্টিংয়ের প্রায় সবদিক আপনার নখদর্পণে থাকা মানেই এ বিষয়টির ওপর স্পেশালাইজেশন রয়েছে। অর্থাৎ বিষয়টিতে আপনি একজন স্পেশালিস্ট। কোম্পানিগুলো স্পেশালিস্ট নিয়োগের প্রতিই বেশি আগ্রহী। তাছাড়া স্পেশালিস্ট বা এঙ্পার্টদের জন্য বেশ উচ্চ বেতনের চাকরির অফার করে থাকে কোম্পানিগুলো। এছাড়া আপনি ছোট-বড় যে ধরনের চাকরি প্রত্যাশীই হোন না কেন আপনাকে অবশ্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সে কারণে কম্পিউটার সম্পর্কে আপনার স্বচ্ছ এবং সঠিক ধারণা থাকা বাঞ্ছনীয়। বর্তমানে সব ধরনের চাকরিতেই কম্পিউটার লিটারেসি খোঁজা হয়। তাই কম্পিউটারে দক্ষতা ছাড়া ভালো একটা চাকরির আশা করা নিতান্তই বোকামি হবে। প্রতিযোগিতামূলক বাজারে আপনার চাকরি নিশ্চিত করার জন্য নিজেকে টেকনিক্যাল বিষয়ে অবশ্যই দক্ষ করে তুলতে পারেন। * ক্যারিয়ার ডেস্ক

সর্বশেষ খবর