শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

ক্যারিয়ার কর্নার

কনফ্লিক্ট : যখনই কোনো

বিষয়ে নানাজনের নানা মত, তখনই দরকার বোঝাপড়ার। প্রিথমে সমস্যাটা বুঝতে চেষ্টা করুন। সমাধানের কি কি উপায় হতে পারে ভাবতে থাকুন। অিন্যের কথা মন দিয়ে শুনুন। তাহলেই অনেক ভুল বোঝা থেকে রেহাই পাওয়া যায়। িিনজের অপছন্দ জানতে হলে, অন্যের কথা আগে শুনতে হবে, তারপর যুক্তি দিয়ে বোঝাতে হবে, কেন আপনার পছন্দ নয়।

ফ্যাশন : নিজের অনুভূতি কন্ট্রোল করতে শিখতে হবে। তার মানে এই নয় যে, মা-বাবা, বন্ধু-বান্ধব বা নিকটজনের কাছেও নিজেকে গুটিয়ে রাখতে হবে। কিন্তু কাজের জগতে নিজের অনুভূতি কতটা প্রকাশ করবেন সেটা একটা সূক্ষ্ম ব্যালেন্সের ব্যাপার। অনেকেই বলেন, আমি অত কিছু পারব না, আমার মনে যা বুঝে তাই। কিন্তু কাজের জগতে আগে-পরে ভেবে নিয়ে কথা বলতে হয়। অনুভূতি প্রকাশ না করা মানেই মিথ্যাচরণ নয়।

নেটওয়ার্কিং স্কিল : ঠিক

কাজের জন্য ঠিক লোকের সঙ্গে যোগাযোগ তৈরি করুন। েিনটওয়ার্কিং মানে কেবল নিজের কাজের জন্য অন্যের সঙ্গে যোগাযোগ রাখা নয়, অন্যের কাজের সময় তাকে সাহায্য করা, যাতে ভবিষ্যতে আপনার প্রয়োজনে তিনি সাহায্য করতে পারেন। যোগাযোগ রাখলে প্রয়োজনে সময় তাকে

কাজে লাগতে পারে। কারণ যোগাযোগবিহীন কোনো মানুষই সফল হতে পারে না।

* ক্যারিয়ার ডেস্ক

সর্বশেষ খবর