শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ক্যারিয়ার কর্নার

বর্তমান প্রেক্ষপটে যে কয়টি সেক্টর এগিয়ে রয়েছে সেগুলোর মধ্যে গার্মেন্ট অন্যতম। আর এ কারণে গার্মেন্ট শিল্পের চাহিদা বাড়ছে শিক্ষার্থীদের। এছাড়া সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষার চাহিদা বাড়ায় শিক্ষার্থীদের কাছে এ শিল্পের চাহিদা এখন অনেক বেশি। অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দিয়ে বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতি বছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। আর এমন সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। যেখানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন ম্যাকিং, ওয়ার্ক স্টাডি, সোশ্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর এক বছর ও ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজামশন ইত্যদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এ লক্ষ্যে কাজ

করে যাচ্ছে বিজিএমআই। এ বিষয়ে আরও জানতে # বিজিএমআই, ঢাকা। ফোন: ০১৯১১৫৬২৬৭৭। গতানুগতিক চাকরির আশায় বসে না থেকে এসব শিক্ষায় শিক্ষিত হয়ে খুব সহজেই ক্যারিয়ার গড়া যায়। ত্বরান্বিত হয় উজ্জ্বল ভবিষ্য।

* ক্যারিয়ার ডেস্ক

সর্বশেষ খবর