রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ক্যারিয়ার যখন অ্যাকাউন্টিংনির্ভর

ক্যারিয়ার যখন অ্যাকাউন্টিংনির্ভর

দিন বদলের পালায় যেমন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে একই সঙ্গে বিশ্বে শিক্ষার ধরনও অনেক পাল্টে গেছে। এদিক দিয়ে অ্যাকাউন্টিং কৌশল, নিয়মানুবর্তিতায় যোগ হয়েছে বিচিত্র ধারা। যে কারণে পড়ালেখায় চাহিদার কারণে নতুন বিষয় সংযুক্ত হয়েছে। বিশেষ করে এখন সেই সব শিক্ষার প্রতি সবার আগ্রহ সবচেয়ে বেশি যেগুলোর চাহিদা কারিকুলাম এবং গ্রহণযোগ্যতা রয়েছে বিশ্বজুড়ে। দেশে এমন একটি সমাদৃত সাবজেক্ট প্রফেশনাল অ্যাকাউন্টিং। দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস  এবং সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান দুটিই প্রফেশনাল কোর্স। এসিসিএ, সিপিএ, সিএ, সিএমএ প্রভৃতির সমমানের। এ ছাড়া এটি জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্ব জুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। সিএ এবং এসিসি-এর মধ্যে মূল পার্থক্য হলো সিএ স্থানীয় কারিকুলাম আর এসিসিএ হচ্ছে আপডেট কারিকুলাম। এ বিষয়ে আরও জানতে ভিজিট করতে পারেন www.cucedu.com ।  চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, ধানমন্ডি, ঢাকা। এছাড়া এসিসিএ একমাত্র কোর্স যা ১৭৩ দেশে ১০০% ক্রেডিট ট্রান্সফার করা যায়। ফাউন্ডেশন ডিপ্লোমা হলো এসিসিএ’র এন্ট্রি লেভেলের সুট অব কোয়ালিফিকেশনস। যে কোনো শিক্ষার্থী ডিপ্লোমা লেভেল শেষ করে সরাসরি এসিসিএ’র স্কিল মডিউলে শিক্ষা গ্রহণ করতে পারে। এই সব শিক্ষায় তরান্বিত হয় উজ্জ্বল ভবিষ্যৎ। গড়া যায় মজবুত ক্যারিয়ার। -ক্যারিয়ার ডেস্ক

সর্বশেষ খবর