শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

স্পষ্ট কথায় কষ্ট কম লাভ বেশি

ক্যারিয়ার ডেস্ক

অসময়ে ধার দিয়েছিলেন। এক-দুবার টাকা ফেরত দেওয়ার পর বন্ধুটি চুপচাপ। অথচ কিছুদিনের মধ্যেই জানতে পারলেন সে ফ্যামিলি ভেকেশনের প্ল্যান করছে।

 হতেই পারে আপনার বন্ধু কারও কাছ থেকে এই ট্রিপ উপহার পেয়েছেন বা পরিবারের সবাইকে আগে থেকে আশা দিয়েছিলেন বলে এখন আর বাতিল করতে পারছেন না। তাই আগে থেকে নেগেটিভ কিছু ভাববেন না। রেগে বন্ধুর সঙ্গে ঝগড়া না করে বরং টাকা ফেরত দিতে তার কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চান।

 যদি দেখেন টাকা থাকা সত্ত্বেও তিনি ধার শোধ করতে দেরি করছেন, তাহলে নিজের প্রয়োজনের কথা বলে টাকা ফেরত চান। এ বিষয়ে খোলাখুলি কথা বলাই ভালো। ‘স্পষ্ট কথায় কষ্ট কম’ এ কথাটি হাতেনাতে প্রমাণিত।

আপনি হয়তো ডাক্তার, উকিল, ডায়েটিশিয়ান বা অন্য কোনো প্রফেশনাল। বন্ধুরা অনেকেই আপনার উপদেশে ভরসা রাখেন, উপকৃতও হন। কিন্তু সমস্যা হলো কখনোই ফি অফার করেন না। সমাধান একটাই। এক-দুবার বাড়িতে উপদেশ দেওয়ার পর বন্ধুকে চেম্বারে ডেকে নিন। নিজে চাইতে না পারলে সেক্রেটারিকে ফি চাইতে বলুন।

সর্বশেষ খবর