বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা
জেনে রাখা ভালো

ক্যারিয়ার গঠনে শব্দ চয়ন

ক্যারিয়ার ডেস্ক

বিভিন্ন আলোচনা-সভা বা মিটিংয়ে ‘কমফর্ট ব্রেক’ নেওয়ার কথাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সেই আগের মতো ‘টয়লেট ব্রেক’ আর বলা হয় না। কথাবার্তায় মার্জিত হওয়া গুরুত্বপূর্ণ একটা বিষয়। কখনো কখনো ঘুরিয়ে কথা বলা ভালো।

শুধু পুঁথিগত বিদ্যা নয়, ক্যারিয়ার গঠনে চাই আরও কিছু আনুষঙ্গিক বিষয়জ্ঞান। প্রয়োজন ব্যক্তিত্বের পরস্ফুিটন। জানতে হবে শব্দ ও শব্দগুচ্ছের ব্যবহার। সব ভাষার ক্ষেত্রেই কথাবার্তায় মার্জিত হওয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইংরেজিও এর ব্যতিক্রম নয়| ‘please’, ‘thank you’, ‘excuse সব’-র মতো কিছু পরিশীলিত শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহারের গুরুত্ব সবাই জানে। কিন্তু সব সময়ই এই ব্যবহার খুব সহজ হয় না বা সোজাসুজি বলাও চলে না।পরিশীলিতভাবে কথা বলতে গেলে অনেক সময়ই একটু ঘুরিয়ে বলা উচিত এবং বাক্যের মধ্যে লম্বা শব্দগুচ্ছ ব্যবহার করা প্রয়োজন। খুব বেশি সরাসরি কথা আবার বড্ড কর্কশ শোনায়, অমার্জিত মনে হয়। ঠিক এ কারণেই ইমপ্যারেটিভ (আদেশসূচক শব্দ) ব্যবহারের প্রবণতা এড়িয়ে চলাই ভালো। ইমপ্যারেটিভ কী? কোনো কোনো ক্রিয়াপদকে এককভাবে ব্যবহার করা, যাতে সে নিজেই একটা অর্থ বহন করে। যেমন ‘sit’ বা ‘go’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর