সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ম্যানার্স

ক্যারিয়ার ডেস্ক

অফিসের সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। কারও সঙ্গে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করবেন না। কারণ খারাপ ব্যবহার থেকেই সৃষ্টি হয় প্রতিপক্ষ। * উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। যেকোনো সমস্যা সরাসরি বলুন। সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি বা মনোমালিন্য হওয়ার সঙ্গে সঙ্গে বসকে জানিয়ে রাখুন। ফলে এ বিষয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও পরবর্তীতে আপনার জন্য সহায়ক হবে। * অধীনস্থদের সুযোগ-সুবিধা জানতে চেষ্টা করুন। প্রয়োজনে তাদের কোনো দাবি কর্তৃপক্ষের সামনে পেশ করুন। * অফিসে সবসময় সময় মতো আসার চেষ্টা করুন। ফলে প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে প্রশাসনের কারও কাছে অভিযোগ দায়ের করতে পারবে না। * জরুরি কাজ থাকলে আগেই সেরে ফেলুন। ছুটির প্রয়োজন হলে সহকর্মীদের শেয়ার করুন। প্রয়োজনে বসকে জানান। এতে করে সহকর্মীর মনে আপনার জন্য আলাদা কদর বাড়বে। চেষ্টা করবেন অন্যের প্রয়োজনে নিজের ডে-অফকে বাদ দিয়ে কর্মক্ষেত্রে আসতে। ফলে আপনার প্রতি সবার আলাদা দৃষ্টি থাকবে। আপনার বিরুদ্ধে যেকোনো খারাপ সিদ্ধান্ত নিতে গেলে এসব কাজ ঢাল হিসেবে ব্যবহার হবে। * মিটিংয়ের জরুরি ফাইল নখদর্পণে রাখুন। প্রয়োজনে কোনো সেফটি লকারে রেখে যান। প্রতিপক্ষ চাইবে আপনার ক্ষতি করতে। হয়ত জরুরি ফাইলটি গায়েব করে ফেলতে পারে। এতে করে কর্তৃপক্ষের কাছে আপনাকে জবাবদিহি করতে হতে পারে। এমনকি চাকরি হারানোর আশঙ্কাও থাকতে পারে। 

* অফিসের স্পর্শকাতর ফাইল ও গোপনীয় বিষয়ে কখনো অন্যের সঙ্গে আলোচনা না করাই ভালো। এসব বিষয় সবসময় এড়িয়ে চলবেন। * সহকর্মী থেকে টাকা ধার নিতে হলে অবশ্যই আরেকজন সহকর্মীকে জানিয়ে রাখা ভালো। কোনো ফাইল, ডকুমেন্টস দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ কপি স্বাক্ষর করিয়ে রাখবেন। তাই সচেতন হোন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর