শিরোনাম
১৫ আগস্ট, ২০২১ ১৯:২৪

সিলেটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

উজানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিস্তৃর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা ও জেলা সদরের সাথে গোয়াইনঘাটের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উজানি বৃষ্টিপাত না হলে আগামী দু’তিন দিনের মধ্যে পানি কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টিপাত হওয়ায় ঢলে পিয়াইন ও সারি নদীর পানি বাড়তে থাকে। তীর উপচে পানি ঢুকতে থাকে জনপদে। গত তিনদিন থেকে উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট ও রাধানগর-গোয়াইনঘাট সড়কের বিভিন্ন স্থান পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে জেলা ও উপজেলা সদরের সাথে ওই উপজেলার বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জাফলং ও বিছনাকান্দিসহ সবকটি কোয়ারি থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধ রয়েছে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান জানান, পানিবন্দি মানুষকে সহযোগিতার জন্য সরকারি সহযোগিতা পাওয়া গেছে। এগুলো তাদের পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। 

এদিকে, পাহাড়ী ঢলে জেলার জৈন্তাপুর উপজেলায় রাংপানি, বড়গাঙ ও সারি নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। পানিতে তলিয়ে গেছে উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন, গর্দনা, মুটগুঞ্জা, ফেনগ্রাম, জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক, বাওন হাওর, ঝিঙ্গাবাড়ি, আসামপাড়া, কেন্দ্রি, কাঠালবাড়ি, নলজুড়ি ইউনিয়নের ল²ীপুর, ভিরাইমারা, কাটাখাল, কেন্দ্রি, মুক্তাপুর, নিজপাট ইউনিয়নের হর্ণি, বাইরাখেল, চারিকাটা ইউনিয়নের বালিগাড়া, আইঞ্জাগ্রাম, লালা, গৌরি, ডুবাং এলাকার বিস্তৃর্ণ এলাকা। 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনো সিলেটের সবকটি নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারতের পাহাড়ী এলাকায় বৃষ্টিপাত হওয়ায় ঢলে সিলেটের নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত না হলে কয়েকদিনের মধ্যে পানি নেমে যাবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর