শিরোনাম
১২ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৯

সিলেটে প্রথম দিনই ক্লাস ভর্তি শিক্ষার্থী, মুখরিত ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে প্রথম দিনই ক্লাস ভর্তি শিক্ষার্থী, মুখরিত ক্যাম্পাস

দীর্ঘ প্রায় দেড় বছর পর অবশেষে আজ রবিবার থেকে সারাদেশের ন্যায় সিলেটেও খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রথম দিনই ক্লাস ভর্তি ছিল শিক্ষার্থীদের উপস্থিতি। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান দেয়া হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষার এই পরিবেশ দেখে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস।

এদিন সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডার গার্টেন স্কুলে গিয়ে দেখা যায়, বাদ্যযন্ত্র বাজিয়ে শিক্ষার্থীদের বরণ করছেন শিক্ষকরা। ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা দেখে শিক্ষার্থীদের ক্লাসে ঢুকতে দেয়া হয়। সিলেট সরকারী অগ্রগামী, দি এইডেড হাই স্কুল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট মহিলা কলেজসহ নগরীর প্রায় সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।

কোন কোন স্কুলে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে বেসিনে হাত ধুয়ে ক্লাসরুমে প্রবেশ করেছে। ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয় শিক্ষার্থীদের। এক বেঞ্চে বসানো হয় একজন করে শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিক্ষক, শিক্ষার্থী ও সকল কর্মকর্তা-কর্মচারীর মুখে ছিল মাস্ক। এর আগে স্কুল খোলার প্রস্তুতিস্বরূপ প্রতিটি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ধুয়ে-মুছে পরিষ্কার করা হয় ক্লাসরুম। ছিটানো হয় জীবাণুনাশক। 

সিলেট সরকারি কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরী জানান, ‘একটু নতুনত্বের মধ্য দিয়ে ক্লাস শুরু হল। আগে একটি ক্লাসে ৭০-৮০ জন করে শিক্ষার্থী উপস্থিত থাকতো। কিন্তু এখন একটি ক্লাবে ২০ জনের বেশি না। একটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যেটা করবো, শিক্ষার্থীদের উৎফুল্ল রেখে, শারীরিক ও মানসিক দিক দিয়ে খেয়াল রেখে বিভিন্ন কৌশল অবলম্বন করবো। যাতে বাচ্চারা মনোযোগী হয় ক্লাসে, এদের শিখন ঘাটতি যাতে কমিয়ে আনা যায়।’

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর