৫ জানুয়ারি, ২০২২ ১৯:৫০

সিলেটে চার লেন সড়ক একনেকে পাশ হওয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে চার লেন সড়ক একনেকে পাশ হওয়ায় আনন্দ মিছিল

সিলেট বিমানবন্দর-বাদাঘাট-কুমারগাঁও চার লেন সড়ক প্রকল্প একনেকে পাশ হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে শহরতলির টুকেরবাজার তেমুখী থেকে সিলেট সদর উপজেলাবাসীর ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টুকেরবাজার তেমুখীতে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার ঐকান্তিক প্রচেষ্ঠায় সিলেট বিমানবন্দর-বাদাঘাট-কুমারগাঁও চার লেন সড়ক প্রকল্প একনেকে পাশ হয়েছে। এই সড়কটি চার লেন হলে একদিকে যেমনি সিলেট নগরীতে যানজট কমবে, অন্যদিকে পাথরবাহী ট্রাক এই সড়ক দিয়ে সিলেট-ঢাকা মহাসড়কে ওঠতে পারবে।

এছাড়া চার লেনের এই সড়কটি স্থানীয় লোকজনের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া ও জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর