১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২৭

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৭

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৭

সুরমা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ৩টি স্টিলবডি নৌকা, ৩টি কাঠের তৈরি নৌকা, ৩টি ড্রেজার ও ৬ হাজার ৪০০ ঘনফুট বালু। 

বুধবার সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের পূর্বে সুরমা নদীতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন। 

তিনি জানান, একটি সঙ্ঘবদ্ধ চক্র সুরমা নদী থেকে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালায়। এ সময় বালুখেকো চক্রের ৭ সদস্য এবং উত্তোলন কাজে নিয়োজিত নৌকা, ড্রেজার ও উত্তোলিত বালু জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আটক ৭ জনসহ অজ্ঞাত আরও ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর