৩১ জুলাই, ২০২২ ১৯:৩৪

সংসদ সদস্যের পরিচয়ে চাঁদা দাবি, র‍্যাবের জালে প্রতারক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সংসদ সদস্যের পরিচয়ে চাঁদা দাবি, র‍্যাবের জালে প্রতারক

নিজেকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সুজন মিয়া (৪১) নামের ওই প্রতারককে গতকাল শনিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গাজীনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুজন মিয়া (৪১) সুনামগঞ্জ সদর থানার সদরঘর গ্রামের জইন উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে বদরুল আলম তুহিন নামের একজন বাদী হয়ে চাঁদাবাজি ও প্রতারণা মামলা দায়ের করেছেন। সুজন মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক সুমন দাশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে নিজেকে সাংসদ হাবিবুর রহমান হাবিব পরিচয় দিয়ে সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন ব্যক্তির কাছে তদবির ও চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি জানাজানি হলে গত ২২ জুলাই বদরুল আলম তুহিন নামের এক ব্যক্তি দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে সুজনকে সুনামগঞ্জের দিরাই উপজেলার গাজীনগর গ্রামস্থ তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে র‍্যাব-৯।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর