৩০ আগস্ট, ২০২২ ১৭:২৩

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রতিবাদে ‘নৌকাবন্ধন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রতিবাদে ‘নৌকাবন্ধন’

সিলেটের সারি নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বাল্কহেড নৌকা দিয়ে পরিবহনের প্রতিবাদে এবং নির্দিষ্ট স্থান হতে রাজস্ব আদায়ের দাবিতে ‘নৌকাবন্ধন’ করেছেন বালু শ্রমিকরা। আজ মঙ্গলবার দুপুরে সারি নদীতে নৌকা সারিবদ্ধ করে রেখে নৌপথ অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। 

আন্দোলনকারী শ্রমিকরা জানান, সারি নদীর ইজারা বহির্ভূত অংশ থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বাল্কহেড নৌকা দিয়ে পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। স্থানীয় নৌকা শ্রমিকদের কাছ থেকেও অবৈধভাবে চাঁদা আদায় করছে একটি চক্র। 

এর প্রতিবাদে তারা সারি নদীর ইন্দারজু এলাকায় ‘নৌকাবন্ধন’ করে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর আগে গত সোমবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, সমস্যার সমাধান না হলে আজ বুধবার তারা সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট পয়েন্টে সড়ক অবরোধ করবেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর