৮ নভেম্বর, ২০২২ ০৯:৩২

আজ কমলগঞ্জে মনিপুরী রাস উৎসব

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

আজ কমলগঞ্জে মনিপুরী রাস উৎসব

আজ মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মিয় উৎসব “মহারাসলীলা”। উপজেলার মনিপুরি অধ্যুষিত মাধবপুরে এ বছর ১৮০তম মহারাসলীরা উৎসব হচ্ছে। সকাল এগারোটায় শিববাজার ও জোড়ামণ্ডপে রাখাল নৃত্যের মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। রাত দশটায়  উৎসবের মূল পর্ব মহারাসলীলা অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিড়ে মনিপুরী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অন্য দিকে আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সানাঠাকুর মণ্ডপে মণিপুরী মৈ-তৈ সম্প্রদায় এবার ৩৭ তম রাসোৎসব উদযাপন করছে।

এ উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে মেলা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা।
 
রাস উৎসবকে কেন্দ্র করে মনিপুরী অধ্যুষিত গ্রাম গুলোতে ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় গত কয়েকদিন ধরে চললে রাখাল নৃত্য ও রাস নৃত্যর মহড়া। ইতমধ্য সব আয়োজনই সম্পন্ন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন, এবার রাস উৎসবে লক্ষ মানুষের সমাগম হবে। 

মাধবপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সম্মানিত অতিথি থাকবেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অসীম কুমার উকিল এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর সিংহ।

মণিপুরী মহারাসলীলা সেবাসংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবছর আমরা এক দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছি। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
  
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, রাস উৎসব সুন্দর ভাবে শেষ করার লক্ষ্য আমরা পর্যপ্ত নিরাপত্তা গ্রহণ করেছি। থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবী কর্মীরা থাকবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর