৯ নভেম্বর, ২০২২ ১৬:১৭

দীর্ঘ ১৯ বছর পর হত্যা মামলার রায়, দুই ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দীর্ঘ ১৯ বছর পর হত্যা মামলার রায়, দুই ভাইয়ের যাবজ্জীবন

প্রতীকী ছবি

দীর্ঘ ১৯ বছর পর বহুল আলোচিত আব্দুল আলীম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন চ্যাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। 

ঘোষিত রায়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী নুরুল ইসলাম ও তার ভাই সবজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা এবং মইনুল হককে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর মামলার দায় হতে ৩৮ জনকে অব্যাহতি প্রদান করেন আদালত। এ মামলা চলাকালে ৫ জন আসামি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন আদালত সূত্র।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে এবং আইনজীবী নুরুল ইসলাম ও তার সহোদর সবজুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মইনুল হক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সবজুল পলাতক রয়েছে। 

আইনজীবী নুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, এছাড়া জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহোদর সবজুলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন দণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত মইনুলের বিরুদ্ধে ৩০৭ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডের আদেশ দেন আদালত। 

বাদীপক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন ও আইনজীবী শহিদুজ্জামান জানান, মামলার মূল অপরাধি নুরুল ইসলামের বন্দুকের গুলিতে আব্দুল আলীম নিহত হয়ে ছিলেন। আদালত তা প্রমাণ পেয়ে রায় ঘোষণা করেছেন। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আইনজীবী জসিম উদ্দিন জানান, সুনামগঞ্জের দিরাইয়ের আব্দুল আলীম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন দণ্ড ও একজনকে ১০ বছরের দণ্ড দিয়েছেন আদালত। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর