দীর্ঘ ১৯ বছর পর বহুল আলোচিত আব্দুল আলীম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন চ্যাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
ঘোষিত রায়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী নুরুল ইসলাম ও তার ভাই সবজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানা এবং মইনুল হককে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর মামলার দায় হতে ৩৮ জনকে অব্যাহতি প্রদান করেন আদালত। এ মামলা চলাকালে ৫ জন আসামি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন আদালত সূত্র।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে এবং আইনজীবী নুরুল ইসলাম ও তার সহোদর সবজুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মইনুল হক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সবজুল পলাতক রয়েছে।আইনজীবী নুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, এছাড়া জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহোদর সবজুলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন দণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত মইনুলের বিরুদ্ধে ৩০৭ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডের আদেশ দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন ও আইনজীবী শহিদুজ্জামান জানান, মামলার মূল অপরাধি নুরুল ইসলামের বন্দুকের গুলিতে আব্দুল আলীম নিহত হয়ে ছিলেন। আদালত তা প্রমাণ পেয়ে রায় ঘোষণা করেছেন। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আইনজীবী জসিম উদ্দিন জানান, সুনামগঞ্জের দিরাইয়ের আব্দুল আলীম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন দণ্ড ও একজনকে ১০ বছরের দণ্ড দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/আরাফাত