১২ নভেম্বর, ২০২২ ১৬:২১

ধান ক্ষেতে কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ধান ক্ষেতে কৃষককে পিটিয়ে হত্যা

সিলেটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধান ক্ষেতে পিটিয়ে এক কৃষককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। গত শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ১১টার দিকে ওসমানী হাসপাতালে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত মুজিবুর রহমান (৪৫) ওই গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের বাবা। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, একখন্ড জমি নিয়ে গ্রামের একটি পক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মুজিবুর রহমানের সাথে একই গ্রামের আইন উদ্দিন তার লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধান ক্ষেতের মধ্যে মুজিবুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় পরিবারের সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে গেলে আরও ৪ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মুজিবুর রহমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমানকে মাথায় সাবুল দিয়ে আঘাত করে খুন করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে ।   

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর