১২ নভেম্বর, ২০২২ ১৯:২০

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর, থাকবে ৫ দিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর, থাকবে ৫ দিন

দেশের ইতিহাসে প্রথম বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি এখন শ্রীমঙ্গলে। আজ শনিবার সকালে এটি শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রদর্শন করা হয়। বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি এই জাদুঘর উদ্বোধন কারার পর সাধারণ মানুষের জন্য এটি খুলে দেয়া হয়েছে। জাদুঘরটি প্রদশনীর জন্য এখানে পাঁচ দিন থাকবে। 

জানা যায়, দেশের প্রান্তিক মানুষের কাছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ ও সংগ্রামী জীবনী তুলে ধরতে রেল মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

জাদুঘরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ ও সংগ্রামী জীবনের ছবি ও ডকুমেন্টারি তুলা ধরা হয়েছে। প্রায় ৫৭ ফুট লম্বা এই জাদুঘরটি সজানো হয়েছে বাহারী ফুল দিয়ে। ভেতরে শীতাতপ নিয়ন্ত্রীত আর দৃষ্টিনন্দন কারুকাজের সৌন্দর্য্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। উদ্বোধনের পর থেকেই নানা বয়সের মানুষ এসে ভিড় করছেন এই জাদুঘরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাদুঘর ঘুরে দেখছেন। তারা জানছেন বঙ্গবন্ধু সম্পর্কে। 

জাদুঘরে ১৯২০ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রতিটি গ্যালারিতে ছবি প্রদর্শনের পাশাপাশি হেড ফোনে তৎকালিন সময়ের ধারাবর্ণনা শোনা যাচ্ছে। নতুন প্রজন্ম খুব আগ্রহ নিয়ে গ্যালারিতে রাখা ভিডিওগুলো দেখছে। জাদুঘরে শোপিছে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর আদি পৈত্রিক বাড়ি। সমাধী সৌধ, জাতীয় স্মৃতি সৌধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্থন, বঙ্গবন্ধু ব্যবহৃত প্রতীকি চশমা, মুজির কোট, পাইপ, মুজিবনগর স্মৃতি সৌধ, জাতিয় শহীদ মিনার, কারাগারের রোজ নামচা ও মুজির শতবর্ষের লগো প্রদর্শন করা হয়েছে। এই ভ্রাম্যমাণ জাদুঘর থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জীবনী ও তার আদর্শ সর্ম্পকে জানতে পারছে।
  
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশর মাস্টার সাখায়াত হোসেন বলেন, জাদুঘরটি এই পাঁচ দিন থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। 

শিক্ষার্থী শারমিন জাহান বলেন, আমরা এতোদিন বই পুস্তক পড়ে বঙ্গবন্ধুকে জেনেছি। এই জাদুঘরে এসে সচক্ষে বঙ্গবন্ধুর জীনব ও কর্ম দেখতে পেলাম। এটা দেখে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশী করে জানতে পারবে।
 
প্রানিন্ত থিয়েটারের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, এই জাদুঘর থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে দেখতে পারবে এবং বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম এখান থেকে যা জানতে পারবে, তারা তা মনে ধারন ও লালন করবে। তাদের জানার পরিধি আরো সমৃদ্ধ হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর