১৩ নভেম্বর, ২০২২ ১৭:৪১

নতুন সবজির চড়া দাম বিশ্বনাথে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

নতুন সবজির চড়া দাম বিশ্বনাথে

বাজারে আসা নতুন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়তি দাম। নতুন সবজি হিসেবে এক কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়, শিম কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়।

গাজর বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা নিজেদের খেয়াল-খুশিমতো আদায় করছেন দাম। অন্যদিকে বিক্রেতাদের দাবি, খরচ বাড়ায় দাম বেশি। আজ ১৩ নভেম্বর উপজেলা সদরের সবজি বাজারগুলো ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কাঁচা বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গাজর। এর পরেই শিম আর টমেটো। শীতের অন্যতম সবজি ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বাঁধাকপি ৫০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৫০ টাকা, মুখী ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা,  বেগুন ৫০ টাকা, ঢেড়স ৩৫ টাকা, মূলা ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, ডাটা ১৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৪০ টাকা, আলু ২৮ টাকা, কাঁচকলা ৪০ টাকা, লেবু ২০-৪০ টাকা, পটল ৫০ টাকা ও
শালগম ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা অভিযোগ করে বলেন, এ সময়ে আগে ২শ টাকায় বেশ কয়েক পদের সবজি ক্রয়
করা যেত। অথচ এখন ৫শ টাকায়ও চাহিদা মতো সবজি কেনা যাচ্ছে না। বিক্রেতারা বাড়তি দাম নিচ্ছেন।

নতুনবাজারের সবজি ব্যবসায়ী তোতা মিয়া বলেন, সার-সেচসহ উৎপাদন খরচ বেড়েছে। তাই অধিক মূল্যে আমাদের ক্রয় করতে হয়। সে অনুপাতে সামান্য মুনাফায় আমরা সবজি বিক্রি করে থাকি।

বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অন্যান্য পণ্যের মতো সবজির সরকারি নির্ধারিত কোন মূল্য দেয়া থাকে না। এ জন্য সবজির মূল্য সমন্বয় করা অনেকটা সম্ভব হয় না। তার পরেও বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর