১৬ নভেম্বর, ২০২২ ২১:২২

সিলেটের পর মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট ১৮ ও ১৯ নভেম্বর

সিলেট ব্যুরো অফিস

সিলেটের পর মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট ১৮ ও ১৯ নভেম্বর

আগামী ১৮ ও ১৯ নভেম্বর জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি। 

সন্ধ্যায় শহরের বেরিরপাড় স্ট‍্যান্ড এলাকায় সমিতির কার্যালয় থেকে এই ঘোষণা দেন মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রশিদ উদ্দিন আহমদ। এসময় মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসাদ হোসেন মক্কুসহ দুই সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি অটোরিকশার সামনের গ্লাসে গ্রিল লাগানো, ব‍্যাটারীচালিত অবৈধ টমটম চলাচল, ট্রাক, ট‍্যান্কলরী, পিকআপ, কাভার ভ‍্যান গাড়ির চাঁদাবাজি ও পুলিশী হয়রানি বন্ধ ও মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাক স্ট‍্যান্ড নির্মানের দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল রোডে বাস মিনিবাস ও পন্যবাহী গাড়ি বন্ধ থাকার ঘোষণা করা হলো।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর