১৭ নভেম্বর, ২০২২ ২২:৩০

প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স পেলেন সিলেটের চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স পেলেন সিলেটের চা শ্রমিকরা

প্রধানমন্ত্রীর উপহারের অ্যাম্বুলেন্স পেলেন সিলেটের চা শ্রমিকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী একটি অ্যাম্বুলেন্স পেয়েছেন সিলেটের চা শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অ্যাম্বুলেন্সের চাবি চা শ্রমিক নেতাদের হাতে তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

লাক্কাতুড়া চা বাগানের ম্যানেজারের বাংলোর সামনে অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন চা শ্রমিক নেতা রাজু গোয়ালা। 

প্রসঙ্গত, মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে চা শ্রমিকরা আন্দোলনে নামলে গত ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিয়ে বৈঠকে বসেন। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন শেখ হাসিনা। তখন চা শ্রমিকরা বিভিন্ন দাবিসহ চিকিৎসা সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স দাবি করলে প্রধানমন্ত্রী তা পূরণের আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স তো দেবই। মাতৃত্বকালীন সময়ে যাতে কোনো নারী শ্রমিক ভোগান্তিতে না পড়েন সেজন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবো। কমিউনিটি ক্লিনিক আমরা করে দিয়েছি, সেখানে মাতৃত্বকালীন চিকিৎসাটা আমরা বিনা পয়সায় দিই, ওষুধ দিই। কাজেই চা বাগানের আশপাশে এই ক্লিনিকগুলো আছে কি না সেটা দেখব।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর