১৯ নভেম্বর, ২০২২ ১০:৪৪

গণসমাবেশের মঞ্চে সেই পাঁচ নেতাকর্মীকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

গণসমাবেশের মঞ্চে সেই পাঁচ নেতাকর্মীকে স্মরণ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মাঠের পূর্বপাশে ২১০ বর্গফুটের মঞ্চ নির্মাণ করা হয়েছে। গতকাল রাতে মঞ্চে সমাবেশের ব্যানার টানানো হয়। সেই ব্যানারে সাম্প্রতিক সময়ে আন্দোলন করতে গিয়ে নিহত হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীর ছবি রাখা হয়েছে।

মঞ্চের ব্যানারে লিখা রয়েছে, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুলিতে নেতা-কর্মী হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গণসমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রয়েছে। তারেকের ছবির পাশেই সাম্প্রতিক আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত হওয়া পাঁচ নেতা-কর্মীর ছবি রয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা বিএনপির প্রাণ। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা জীবন দিয়েছেন। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিএনপি।’

এদিকে, সমাবেশস্থল আলিয়া মাদরাসায় এখন হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর