১৬ ডিসেম্বর, ২০২২ ২২:৩৬

সিলেটে বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিজয় দিবস উদযাপিত

সিলেটে বিজয় দিবস উদযাপিত

আনন্দ-উল্লাস আর একাত্তরের চেতনা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

শুক্রবার সকাল ৬টায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন। এরপর একে একে প্রশাসনের বিভিন্ন দপ্তর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহিদমিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

দিনভর শহিদ মিনারে ছিল সাধারণ মানুষর ভিড়। সংগঠন ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে নিবেদন করেছেন ফুলেল শ্রদ্ধা। বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হাসেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো- জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, নাটিকার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ইত্যাদি।

অনুষ্ঠানের সময় পুরো স্টেডিয়াম লোকারণ্য হয়ে ওঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরতি হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। পতাকা হাতে উচ্ছ্বসিত মানুষ অংশ নেন এ অনুষ্ঠানে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর