২৫ ডিসেম্বর, ২০২২ ২২:০৪

এসএসসি পুনর্নিরীক্ষণে সিলেটে আরও ৪১ শিক্ষার্থীর পাস

অনলাইন ডেস্ক

এসএসসি পুনর্নিরীক্ষণে সিলেটে আরও ৪১ শিক্ষার্থীর পাস

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে ১৯০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছে ৪১ শিক্ষার্থী। 

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার অরুণ চন্দ্র পাল বলেন, পুনর্নিরীক্ষণে ৪১ শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ এবং ৩৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে ১৫১ শিক্ষার্থীর। এছাড়া ২৯ জনের জিপিএ-৫-এর কোনো পরিবর্তন হয়নি।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব কবির আহমদ বলেন, শনিবার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। সিলেট বোর্ডে প্রায় ২০ হাজার পরিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। তাদের মধ্যে ১৯০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

চলতি বছরে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৫ হাজার ৩৯১ পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯০ হাজার ৯৪৮ জন। গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৫৬৫ শিক্ষার্থী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর