২৬ ডিসেম্বর, ২০২২ ১৯:০০

সিলেটে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে

মৌসুম চললেও সিলেটে কয়েক দিন আগ পর্যন্তও ছিলো না শীতের দাপট। তবে সোমবার সকাল থেকে হঠাৎ ঝুপ করে পড়েছে শীত। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সকাল ৬টা থেকে সিলেটের বেশিরভাগ এলাকায় অন্তত ৪ ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি ও হালকা বৃষ্টি হয়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সিলেট অঞ্চলে এই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সোমবার সকালে হওয়ার বৃষ্টির পূর্বাভাস এক সপ্তাহ আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও এমন বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি শেষে সিলেটে বাড়বে শীতের তীব্রতা।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর