৫ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৯

সিলেটে নতুন রুটে বিআরটিসি বাস চালু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নতুন রুটে বিআরটিসি বাস চালু

সিলেটের নতুন আরেক রুটে বিআরটিসি বাস সার্ভিস শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে রাষ্ট্রীয় মালিকাধীন এই বাস সার্ভিস শুরু হয়। সিলেট থেকে জকিগঞ্জের দুরত্ব ৯০ কিলোমিটার। এই দূরত্বের জন্য বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। 

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কদমতলি টার্মিনাল এলাকায় বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। 

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। বিআরটিসির বাস চালুর জন্য দীর্ঘদিন ধরে সর্বস্তরের জনসাধারণ দাবি জানিয়ে আসছিলেন। মানুষের দাবির প্রেক্ষিতে অবশেষে এ রুটে বিআরটিসি চালু হল।

বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার সোহেল রানা জানান, সিলেট থেকে জকিগঞ্জ যেতে ভাড়া ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বিআরটিসি বাস চালু উপলক্ষে সিলেট ছাড়া জকিগঞ্জেও একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় জকিগঞ্জের এম এ হক চত্বরে এ অনুষ্ঠান হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর