১০ জানুয়ারি, ২০২৩ ২০:৪৪

৩০ কেজির বাঘাইড়ের দাম হাঁকা হলো লাখ টাকা

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

৩০ কেজির বাঘাইড়ের দাম হাঁকা হলো লাখ টাকা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তোলা হয়েছে। বিক্রেতা মাছটির দাম হাঁকেন এক লাখ টাকা। আজ বিকেলে বাজারে মাছের মেলায় এটি নিয়ে আসেন স্থানীয় পীরেরগাঁও গ্রামের মৎস্য ব্যবসায়ী শফিক মিয়া। তিনি এক লাখ টাকা দাম চাইলেও মেলায় মাছটির দাম ওঠে ৪০ হাজার টাকা। 

সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, মাছটি দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। পড়ে ছবি ও ভিডিও ধারণের হিড়িক। 
মৎস্য ব্যবসায়ী শফিক মিয়া জানান, শেরপুরের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাঘাইড়টি। তিনি মেলায় বিক্রির উদ্দেশ্যে মাছটি কিনে এনেছেন। বাজারে আনার পর এটি দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ। তিনি মাছের দাম লাখ টাকা হাঁকেন। চাহিদা মতো দাম না পাওয়ায় বিক্রি করতে পরছে না মাছটি। তবে সঠিক দাম পাওয়া না গেলে বিকল্প ব্যবস্থায় (কেটে) বিক্রি করা হবে জানান তিনি।   

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর