শিরোনাম
৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪৯

বিমানের ভাড়া কমাতে পর্যটন প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিমানের ভাড়া কমাতে পর্যটন প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীদের বৈঠক

সিলেট-লন্ডন রুটে অস্বাভাবিক হারে বিমান ভাড়া বৃদ্ধি, টিকেট না পাওয়া, হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্য প্রবাসীদের একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সভাপতি ও লন্ডনের ক্রয়ডন বারার সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হালিম ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছে যুক্তরাজ্য প্রবাসীরা যুক্তরাজ্যস্থ বিমানের কান্ট্রি ম্যানেজারের সাম্প্রতিক দেওয়া একটি বক্তব্য তুলে ধরেন। কান্ট্রি ম্যানেজার তার বক্তৃতায় বলেছিলেন, ‘যুক্তরাজ্য প্রবাসীদের অনেক টাকা আছে। বিমান ভাড়া বাড়ালেও এদের সমস্যা নেই।’ 

প্রবাসী প্রতিনিধি দল, সিলেট-লন্ডন রুটে বাংলাদেশ বিমানের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনা, বাংলাদেশে যুক্তরাজ্যের পর্যটকদের আরো আকৃষ্ট করতে প্যাকেজ পদ্ধতি গ্রহণ, প্রয়োজনে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি তুলেন। এসময় প্রতিমন্ত্রী তাদের কাথা শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর