শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:১৫

হারিছ চৌধুরীর মেয়েকে হত্যার হুমকি, চাচা আশিকের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হারিছ চৌধুরীর মেয়েকে হত্যার হুমকি, চাচা আশিকের বিরুদ্ধে জিডি

আবুল হারিছ চৌধুরী, মেয়ে সামিরা তানজিন চৌধুরী ও আশিক চৌধুরী

সিলেটের আলোচিত রাজনীতিবীদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলা টিপে হত্যার হুমকির’ ঘটনায় চাচা আশিক চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। 

গতকাল সোমবার হারিছ চৌধুরীর আপন ভাতিজা রাহাত চৌধুরী কানাইঘাট থানায় সাধারণ ডায়েরিটি করেন। 

রাহাত চৌধুরী কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামের নজমুল হোসেন চৌধুরীর ছেলে। আশিক চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই। 

রাহাত চৌধুরী জানান, তার চাচাতো বোন সামিরা তানজিন চৌধুরীকে প্রকাশ্যে বক্তৃতায় আশিক চৌধুরী গলা টিপে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি ২৩ জানুয়ারি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ সেটি আমলে নেয়নি। এরপর তিনি একাধিকবার থানায় জিডি করতে গেলেও পুলিশের কাছ থেকে সহযোগিতা পাননি। অবশেষে গতকাল সোমবার তিনি অনলাইনে জিডিটি (জিডি নং-১১৭২) করেন। 

জিডি সূত্রে জানা যায়, হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী গত ১৭ জানুয়ারি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের রামধন গ্রামে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নানা বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যা’র কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদ্গার করেন তিনি। এছাড়াও হারিছ চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুমকি প্রদান করেন।

ওই অনুষ্ঠানের পরই তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিলেটসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। 

এ বিষয়ে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর জানান, সাধারণ ডায়েরির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, হারিছ চৌধুরীর স্ত্রী ও ছেলে-মেয়ে প্রবাসে থাকেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর