২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০৮

সিলেটে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বিএনপির পদযাত্রা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ১০ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা বের করা হয়। জিন্দাবাজার, নাইওরপুল ও বন্দরবাজার ঘুরে পদযাত্রাটি পুণরায় রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এসময় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমানো এবং বিএনপি নেতাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এগুলো শুধু বিএনপির দলীয় দাবি নয়, সাধারণ মানুষেরও দাবি। দেশের মানুষের কোমর ভেঙে গেছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। দেশ একটি বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল মানুষ সেই কারাগারে বন্দী। এই অবস্থা থেকে মানুষ বের হতে চায়। 
পদযাত্রায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন অংশগ্রহণ করে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর