৫ মার্চ, ২০২৩ ২১:০১

প্রাণ ফিরেছে সুরমা পাড়ে

অবৈধ স্ট্যান্ড-ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রাণ ফিরেছে সুরমা পাড়ে

সিলেট মহানগরকে দু’ভাগ করে মাঝ বরাবর রূপালী ফিতার মতো বয়ে গেছে স্রোতস্বিনী সুরমা। কিনব্রিজের পাশেই দাঁড়িয়ে আছে সার্কিট হাউজ। কিন্তু নান্দনিক সেই সার্কিট হাউজের সৌন্দর্য্য দেখার সুযোগ নেই অবৈধ স্ট্যান্ডের কারণে। সিলেটের সার্কিট হাউজ ও কিনব্রিজ নিচের পুরো এলাকাকে অবৈধ গাড়ি স্ট্যান্ডে পরিণত করেছিলেন পরিবহন শ্রমিকরা। দিনরাত এ জায়গায় দাঁড়িয়ে থাকতো ট্রাক, লেগুনা, নগর পরিবহনের বাস, পিকআপ ও ভ্যান। এছাড়া বেলা গড়ালেই সুরমার পাড়জুড়ে বসানো হতো চটপটি ও ফুচকার সারি সারি ভ্রাম্যমাণ দোকান।

অবশেষে এই এলাকার অবৈধ স্ট্যান্ড ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ও নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় সার্কিট হাউজের সামনে, কিনব্রিজ ও পার্শ্ববর্তী পাইলট স্কুলের সামনের রাস্তার সকল ট্রাক, বাস, পিকআপ ভ্যান ও ফুচকা-চটপটির দোকান সরিয়ে দেওয়া হয়। এছাড়াও পরবর্তীতে আর অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান না বসানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেয় জেলা প্রশাসন।

অভিযানে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) টিম সহাযোগিতা করে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট জেলা বাস-ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে গত বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সার্কিট হাউজের সামন ও কিনব্রিজ এলাকার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে তাদের সহযোগিতা কামনা করা হয়। এতে তারা সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘সিলেট শহরের যানজট নিরসনে অবৈধ পার্কিং ও ফুটপাত থেকে হকার হঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান শুরু হয়েছে, আগামীকাল থেকে তা আরও জোরদার করা হবে।’

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর