১৭ এপ্রিল, ২০২৩ ১৮:০৫

সিলেটে ফলের আড়তে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ফলের আড়তে আগুন

সিলেটে ফলের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটের ছাদের উপর সংরক্ষিত ফলের ক্যারট (প্লাস্টিকের ঝুঁড়ি) থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিক এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান ফল মার্কেটের ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের কয়েক লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। 

সোমবার বেলা সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। 

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলেট নগরীর কদমতলী ফলের আড়তের দ্বিতীয় তলার ছাদে সংরক্ষিত ক্যারট থেকে আগুনের সূত্রপাত হয়। ছাদে কয়েক হাজার ক্যারট সংরক্ষিত ছিল। কয়েক মিনিটের মধ্যে আগুন সংরক্ষিত সকল ক্যারটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে ফলের আড়ৎ রক্ষা পেয়েছে। আগুন নেভাতে বিলম্ব হলে আড়তে সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যেতো।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর