১৭ এপ্রিল, ২০২৩ ২২:৩৮

কোম্পানীগঞ্জে ঝরলো স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে ঝরলো স্বস্তির বৃষ্টি

সংগৃহীত ছবি

দেশে টানা গত ১৪ দিন ধরে তাপপ্রবাহ চলছে। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ঝরলো স্বস্তির বৃষ্টি। আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শুরু হয় বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চলছিল। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।'

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 
 
  
 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর