২৩ এপ্রিল, ২০২৩ ০১:৪৮

সাউন্ড বক্সে গান বাজাতে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক

সাউন্ড বক্সে গান বাজাতে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবক নিহত

ঈদের দিন উচ্চ শব্দের সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইফরান আলী (৫৫) রসুলপুর গ্রামের বাসিন্দা।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, ঈদের নামাজের পর একদল যুবক ইফরান আলীর বাড়ির সামনে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাচ্ছিল। উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে বারণ করেন ইফরান আলী।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ইফরান আলী আহত হন। গুরুতর আহত অবস্থায় ইফরান আলীকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু পথে তিনি মারা যান।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্ত করতে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর