১৮ মে, ২০২৩ ১৮:২২

চিরনিদ্রায় শায়িত মুফতি মুহিব্বুল হক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চিরনিদ্রায় শায়িত মুফতি মুহিব্বুল হক

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে মুফতি মুহিব্বুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

সিলেটের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি ও আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, সিলেট বিভাগের বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ির হুজুর) দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে বেলা আড়াইটায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। শাহী ঈদগাহ মাঠ ছাড়িয়ে জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এসময় শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা মুহিব্বুল হকের বড় ছেলে দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।
 
গত বুধবার মাগরিবের নামাজের পর দরগাহ মাদ্রাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর