১১ জুন, ২০২৩ ১৬:৫৯

সিলেটে ১৫ জনের প্রাণহানি; পটুয়াখালী থেকে ট্রাক চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ১৫ জনের প্রাণহানি; পটুয়াখালী থেকে ট্রাক চালক গ্রেফতার

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার কুতুবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার মো. শফিকুল ইসলাম (২৭) নামে ওই ট্রাক চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। 

শফিকুল ইসলাম শেরপুর জেলা সদরের নয়াপাড়া মোকসেদপুরের মো. মিস্টার মিয়ার ছেলে। 

রবিবার র‌্যাব-৯ সদর দপ্তরে অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক সংবাদ সম্মেলনে জানান, ৭ জুন ভোরে দুর্ঘটনার পর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাক চালক মো. শফিকুল ইসলাম। তিনি পালিয়ে সিলেট থেকে পটুয়াখালী চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়। 

প্রসঙ্গত, গত ৭ জুন সিলেট নগরীর আম্বরখানা থেকে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায়। নাজিরবাজারের কুতুবপুর এলাকায় যাওয়ার পর পিকআপ ভ্যানের সাথে মুন্সিগঞ্জ থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান। এ ঘটনায় নিহত সায়েদ নূরের ছেলে সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ট্রাক ও পিকআপ চালককে আসামি করা হয়। পিকআপ চালক এখনো পলাতক রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর