১৫ জুন, ২০২৩ ১৯:৩৯

ভোট কাড়তে মরিয়া আনোয়ার-বাবুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভোট কাড়তে মরিয়া আনোয়ার-বাবুল

আর মাত্র ৪ দিন। ২১ জুন সকাল থেকেই সিলেটে ভোট উৎসব। সব ঠিক থাকলে এদিন রাতে জানা যাবে-কে হয়েছেন সিলেট নগরপিতা। সিসিক নির্বাচনে ৮ মেয়র প্রার্থী থাকলেও মূল আলোচনায় ছিলেন ৩ জন। তবে কেন্দ্রের নির্দেশে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় সিলেটে এখন লড়াই হবে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীর মধ্যে। 

প্রায় শেষ সময়ে এসে ভোটারদের নজর কাড়তে মরিয়া এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল বিরামহীন ছুটে চলেছেন মহানগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। করছেন গণসংযোগ, পথসভা ও মতিবিনিময়। ভোটারদের সামনে মহানগরের উল্লেখযোগ্য সমস্যাগুলো তুলে ধরে নির্বাচিত হলে এসব সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও একাধিক মাইকে মহানগরজুড়ে সুরে-গানে, প্রতিশ্রুতি স্লোগানে চলছে এ দুই প্রার্থীর সমর্থনে প্রচারণা।

প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বৃহস্পতিবার বেলা ১১টায় মহানগরের জেল রোডে গণসংযোগ, সাড়ে ১১টায় বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুবার্ষিকীতে মরহুমের ছড়ারপাড়স্থ বাসায় দোয়া ও মিলাদে অংশগ্রহণ, দুপুর ১২টায় দক্ষিণ সুমরার নর্থ ইস্ট মেডিকেল কলেজে কর্মরতদের সঙ্গে মতবিনিময়, বিকাল ৫টায় ৩৭নং ওয়ার্ডস্থ আখালিয়া ঘাটে উঠানবৈঠক এবং সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বক্তৃতাকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিতের জন্য ২১ জুন নৌকায় ভোট দিতেই হবে। কারণ- নৌকা উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক। বাংলাদেশের যত উন্নয়ন আওয়ামী লীগ করেছে, অন্য কোনো দল বা ব্যক্তি তার সিকিভাগও করতে পারেনি।

তিনি আরও বলেন- সিলেট মহানগরের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যা সমাধান করে নগরবাসীর মধ্যে স্বস্থি ফিরিয়ে আনা জরুরি। আমাকে ২১ জুন ভোট দিয়ে নগরভবনে মেয়র হিসাবে পাঠালে আমি সবার আগে জলাবদ্ধতা নিরসনে কাজ করবো।

এসব কর্মসূচি ছাড়াও আনোয়ারুজ্জামানের পক্ষে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির নেতৃত্বে প্রচারণা চালানো হয়। দুপুরে মহানগরের বন্দরবাজারে আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এবং বিকালে সাপ্লাই এলাকায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের সমর্থনে আজ দুপুর ১২ টায় মহানগরের লালদিঘীরপার হকার্স মার্কেট ও বন্দরবাজারস্থ হাসান মার্কেটে গণসংযোগ, সন্ধ্যা ৭টায় কালীঘাটে পথসভা এবং রাত ১০টায় রায়নগর রাজবাড়ি এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বক্তৃতাকালে বাবুল বলেন, আমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছিই না। সিলেট নগরবাসী আগামী ২১ জুনের নির্বাচনে বিপুল ভোটে লাঙ্গলকেই নির্বাচিত করবেন। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। সরকারদলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে। আমার বিরুদ্ধে সরকারদলীয় কর্মীরা অপপ্রচার চালাচ্ছেন। আমি কোনো অপপ্রচারে কান দেবো না। আমার অগাদ বিশ্বাস- ২১ জুন নগরবাসী কোনো মৌসুমী পাখিকে নির্বাচিত করবেন না, লাঙ্গলের প্রার্থীকেই বিজয়ী করবেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর