১৬ জুন, ২০২৩ ১২:২৩

সিলেটের ৪.৫ মাত্রায় ভূমিকম্পের উৎপত্তিস্থল গোলাপগঞ্জে

অনলাইন ডেস্ক

সিলেটের ৪.৫ মাত্রায় ভূমিকম্পের উৎপত্তিস্থল গোলাপগঞ্জে

সিলেটে অনুভূত ৪ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পের উৎপত্তিস্থল গোলাপগঞ্জ উপজেলায়। 

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সরকারি আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।  

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে। সিলেট নগর থেকে উৎপত্তিস্থলে অবস্থান পূর্ব-দক্ষিণে। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ২০২ কিলোমিটার নর্থ ইস্টে তথা উত্তর পূর্ব দিকে।

ভূমিকম্পের কারণে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে উৎপত্তিস্থল বিভাগের অভ্যন্তরে হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর